বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও মোহনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন তালুকদার (৬০) কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুরে মানববন্ধন , সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোহনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকÑকর্মচারী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসুচীতে উপজেলার বেশ কয়েকটি স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী ও সহাস্রাধিক এলাকাবাসী অংশ গ্রহন করে। এ সময় তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। হাতে ব্যানার প্যালাকার্ড নিয়ে শিক্ষার্থী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয়রা মানববন্ধনে অংশ নেয়। মোহনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম খানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, জয়নাল আবেদিন হাওলাদার, সামসুজ্জামান সেলিম তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, সেলিম সরদার, মাহাবুব তালুকদার প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে নৃশংসভাবে একজন ভালো মানুষকে হত্যার ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় প্রকৃত খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন আর কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। মানববন্ধনে নিহত কামাল তালুকদারের পরিবারের স্বজনরাও উপস্থিত ছিলেন।
উললেখ্য, কামাল হোসেন তালুকদার নিজ বাড়ি থেকে নিখোঁজের ৬ দিন পর গত ৮ ফেব্র“য়ারী সকাল ১১ টার সময় পার্শবর্তী উপজেলা উজিরপুরের চতলবাড়ি সন্ধ্যা নদী থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
বাবুগঞ্জে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

”সবাই মিলে গড়ব দেশ দূর্নীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাবুগঞ্জে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে খানপুর মাধ্যামিক বিদ্যালয় থেকে এক বিশাল র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে খানপুর মাধ্যামিক বিদ্যালয়ে হল রুমে এসে শেষ হয়। এ সময় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে খানপুর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর আহম্মেদ শিকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বাকাহীদ হোসেন, বিশেষ অতিথি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আধ্যক্ষ(অবঃ) এ্যাড. জালাল আহম্মেদ, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ,ক,ম মোঃ মিজানূর রহমান, চাঁদপাশা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান। এছাড়াও উপস্তিত ছিলেন কমিটির সহ-সভাপতি অবঃ প্রধান শিক্ষিকা মোসাঃ জাকিয়া বেগম, প্রফেসর মোঃ সাহে আলম, বাবুল হোসেন,আবুল বাশার ,জিয়াউল হক প্রমূখ। এছাড়াও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শহীদদেও প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনাওে পুস্পস্বাবক অর্পণ করেন। এছাড়াও দেশের সার্বিক উন্নয়নে দূর্নীতিই প্রধান অন্তরায়” এ বিষয়ে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীদের মাঝে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশ গ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
