শ্যামলবাংলা স্পোর্টস : ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলের দ্বিতীয় আসরের নিলামেও সাকিব আল হাসান ও তামিম ইকবালকে রাখা হয়েছে। এর আগে প্রথম আসরে সাকিব বার্বাডোজ ট্রাইডেন্টস ও তামিম সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছিলেন।
নিলামের জন্য খসড়া তালিকায় অস্ট্রেলিয়ার ৩২, পাকিস্তানের ২৬, দক্ষিণ আফ্রিকার ২৩, নিউ জিল্যান্ডের ১৩ ও শ্রীলঙ্কার ১১ জন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা। গতবারের মতো এবারও বাংলাদেশের আর কেউ নিলামের জন্য সুযোগ পাননি। সিপিএলের প্রত্যেক দলে সর্বোচ্চ ১৯ জন খেলোয়াড় নেয়া যাবে। টুর্নামেন্টের সূচি এখনো দেয়া হয়নি। জুলাই-অগাস্টে হবে সিপিএল। অগাস্টের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। তাই সাকিব, তামিম সেখানে খেললে কিছুটা হলেও কন্ডিশনের সুবিধা পাবে জাতীয় দল।
