পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বর্তমান সরকারের অঙ্গিকার বাস্তবায়নে স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে পত্নীতলা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্যোগে বুধবার উপজেলার কমিউনিটি ক্লিনিক গুলোতে ল্যাপটপ বিতরন উপলক্ষে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলার কমিউনিটি ক্লিনিকে ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইজাহারুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নজিপুর পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল হক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আর.এম.ও রেজানুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোকলেছুর রহমান চৌধুরী বাবু, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম চৌধুরী বাবু।

এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী (গোল্ডেন), দিলিপ চৌহান, নজিপুর পৌরসভার কাউন্সিলর মিল্টন উদ্দীন, গৌতম কুমার দে, দিলিপ কুমার, আজাদ রহমান, ফাতেমা জিন্নাহ ঝর্না।
আলোচনাসভা শেষে উপজেলার ৩১টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা গতিশীল করার লক্ষে ল্যাপটপ বিতরন করেন অতিথিবৃন্দ।
পত্নীতলার বরেন্দ্র ভূমিতে খরা মৌশুমে তাপ সহনশীল আবাদ হিসাবে মুগ ডাল চাষে উদ্বুদ্ধ করন সভা
পত্নীতলায় কৃষি অধিদপ্তর আয়োজিত বরেন্দ্র ভূমির মাটিতে তাপ সমহশীল মুগ ডাল আবাদের লক্ষে বুধবার উপজেলার নির্মইল ইউনিয়ন পরিষদ ভবনে কৃষকদেরকে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান এসময় কৃষকদের বরেন্দ্র ভূমির মাটিতে অতি তাপমাত্রা সহনশীল মুগ ডাল আবাদের জন্য উৎসাহিত করে বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাবেক কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়নাল আবেদীন, আব্দুল মান্নান সহ অত্র এলাকার কৃষকবৃন্দ প্রমূখ।
