কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদকের মিথ্যা মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মালা প্রত্যাহার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও দ্রুত সংসদ নির্বাচনে দাবীতে কুষ্টিয়ায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের এন এস রোড়স্থ কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাড. শামিম উল হাসান অপু প্রমুখ।
