ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে ১৫ মার্চে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলের প্যানেল বিজয়ী হওয়ায় সোমবার বিকালে সদর ইউনিয়নের ১,২ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি,র আয়োজনে চেয়ারম্যানগণের সম্বর্ধনা অনুষ্ঠান উপজেলার ফুটানীবাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সদস্য আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দু’বারের নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রয়াত উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সহধর্মিনী রেশমাতুল আরস রেখা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহসভাপতি আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক কাওশারুল ইসলাম রঞ্জু, উপজেলা জামায়াতের আমীর গোলাপ কবির, সেক্রেটারী ক্বারী আলাউদ্দিন, সহ সেক্রেটারী তৌহিদুর রহমান, অফিস সহকারী মাওলানা আব্দুর রউফ, কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক লাল দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজু, ছাত্রদলের ভার: সাধারণ সম্পাদক নাজমুল হুদা রানা, কোষাধ্যক্ষ বিএম রুবেল আহমেদ, সাংবাদিক ওয়াসিম আলী প্রমূখ।
