কুষ্টিয়া প্রতিনিধি : সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা চাকরির দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অচল করতে মরিয়া হয়ে উঠেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া থেকে ক্যাম্পাসগামী কয়েকটি গাড়ির চাবি ছিনিয়ে নেয় চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় গাড়িগুলো সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসময় সকাল ৮টার দিকে তারা পুলিশ প্রহরায় সব কয়টি গাড়ি ক্যাম্পাসে নিয়ে আসেন।
এদিকে, ঝিনাইদাহ ও শৈলকুপা থেকেও প্রায় সবকয়টি গাড়ি ক্যাম্পাসে এসে ২য় ট্রিপের জন্য সকাল ৯টায় আবারো ক্যাম্পাস ত্যাগ করে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকরি প্রত্যাশীদের আন্দোলন দমন করে ক্যাম্পাস স্বাভাবিক রাখতে শক্ত অবস্থান নিয়েছে। এছাড়া আগামী ৩ এপ্রিল এ ব্যাপারে সিন্ডিকেট সভা করা হবে বলেও জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা আইনের সহায়তায় ক্যাম্পাস সচল রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছি।
সিন্ডিকেট সভার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব উন্নয়ন কার্যক্রম জড়িত। এটা শুধু চাকরি দেওয়ার জন্য আহ্বান করা হয়না, এটা তাদের (চাকরি প্রত্যাশীদের) বুঝতে হবে। আমরা সামনের এই সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে করবো। এখানে যে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
