সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ২০১৩ সালের এস এস সি, এইচ এস সি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা দিলেন উদ্যেক্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
সোমবার সকাল ১০টায় পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপজেলার প্রায় ৪৪ প্রতিষ্ঠানের ১৯২জন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এ সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে একটি করে ক্রেস্ট, ফুল ও বই প্রদান করা হয়।
