রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি পরিবারের ঘরবাড়ি ও নগদ অর্থসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে। ওই এলাকার মোঃ আবেদ আলীর বাড়ির গোয়াল ঘরের মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে ৭টি পরিবারের ১১টি টিনশেড ঘর, ধান-চাল, আসবাবপত্র, নগদ ৪ লাখ ৩ হাজার টাকা সম্পূর্ণ পুড়ে গেছে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছিলে ততক্ষণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সোমবার দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম, নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউলা নূরী ঘটনা স্থলে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ৭০ কেজি চাল, ১৩টি কম্বল, ৭টি তাঁবু বিতরণ করেন। সবকিছু হারিয়ে ওই ৭টি পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।
