শ্যামলবাংলা ডেস্ক : পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ব্যাপক হারে ‘কেন্দ্র দখল ও জালিয়াতি’ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ৩১ মার্চ সোমবার সকালে ভোট শুরুর কয়েক ঘণ্টার মাথায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, পঞ্চম দফার উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলসহ যেসব অনিয়মের আশঙ্কা করা হয়েছিল তা সত্য হয়েছে। ক্ষমতাসীন সন্ত্রাসীরা আগের রাতে সব কেন্দ্র দখল করে নিয়েছে। স্থানীয় প্রশাসন, আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে এ কাজে সহায়তা করছে বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি অভিযোগ করে বলেন. গত ৪ দফার উপজেলা নির্বাচনে যে পরিমাণ সহিংসতা, ভোট কারচুপি হয়েছে সেগুলোকে ছাড়িয়ে গেছে এবারের পঞ্চম দফার নির্বাচন।
নাকে খত দিয়ে বিএনপি উপজেলা নির্বাচনে এসেছে-বিএনপিকে নিয়ে করা এমন বক্তব্য প্রত্যাহার করে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবদুল মোবারককে জাতির কাছে ‘ক্ষমা চাইতে’ হবে বলেও দাবি করেন এ বিএনপি নেতা। ভারপ্রাপ্ত সিইসির ওই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতেই নির্বাচন কমিশন এ ধরনের বক্তব্য দিচ্ছে। তার বক্তব্য কোনো সৎ, নিরপেক্ষ কমিশনের বক্তব্য হতে পারে না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু,যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ,সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম,মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা,সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ।
উলেখ্য, সোমবার পঞ্চম ধাপে ৭৩ উপজেলা নির্বাচনে ভোট চলছে। এর আগে চার ধাপে নির্বাচন হয়েছে ৩৮৬টি উপজেলায়।
