পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ৩ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এইচ এসসি, আলিম ও এইচ এসসি (বিএম) পরীক্ষার কেন্দ্র/ভেন্যুসমুহ পরিদর্শনের জন্য উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মশিহুর রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিম গঠন করা হয়। পরীক্ষা তথ্যাবধায়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন এ টিম গঠন করেন। টিমের অন্য সদস্যরা হলেন, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আল-মামুন এবং পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা শফিকুল আলম শাহীন।
