আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫৯ ভোট কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ন। নির্বাচনের একদিন আগে ঐ ভোট কেন্দ্রগুলোর দায়িত্বরত সকল কর্মকর্তা-কর্মচারীদের আমুল পরিবর্তন করা হয়েছে। ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রীতি অনুযায়ী স্ব স্ব উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকরা ভোট কেন্দ্রগুলোতে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং, পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করলেও শনিবার বিকেলে তা পরিবর্তন করা হয়েছে বলে আমতলীর উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. রশিদ জানিয়েছেন।
তিনি আরও জানান, আমতলী উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের বরগুনা সদর এবং বরগুনা সদরের কর্মকর্তা-কর্মচারীদের আমতলী উপজেলায় দায়িত্ব পালনের জন্য জেলা রিটার্নি কর্মকর্তার নির্দেশ রয়েছে।
আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫৯ টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রের সবকয়টিই ঝুঁকিপূর্ন উল্লেখ করে সহকারী রিটার্নি কর্মকর্তা ও আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাহী (ম্যাজিস্ট্রেট), পুলিশ, বর্ডারগার্ড, নৌ বাহিনীর সদস্য, গ্রামপুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আমতলী উপজেলা নির্বাচন দপ্তর সূত্র অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম দেলওয়ার, দু’জন বিদ্রোহী প্রার্থী সদ্য বহিস্কৃত উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক সামসুদ্দিন সজু ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. সামসুদ্দিন সানু বিএনপি সমর্থিত মো. জালাল উদ্দিন ফকির ,সহ মোট ৬ প্রার্থী এবং ভাইসচেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। মোট ভোটার এক লাখ ২৭ হাজার ৪ শ ২১ জন।
