রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২৯ মার্চ শনিবার নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রামু থানার অফিসার্স ইনচার্জ অপ্পেলা রাজু নাহা’র সভাপতিত্বে, কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ইউ এন এফ পি এ এর অর্থায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন মজুনদার। তিনি বলেন নারীর প্রতি সহিসংতা ও বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে পুলিশ সব সময় সহযোগীতা দিয়ে যাবে। তিনি আরো বলেন নির্যাতিত নারীদের সেবায় রামু থানায় “ওম্যান হেল্প ডেস্ক” চালু করে আইনী সহায়তা প্রদান করা হবে।
প্রধান বক্তা ছিলেন কক্সবাজারের নারী সহায়তা কেন্দ্রের প্রকল্প পরিচালক রাফিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে মুক্তিযোদ্ধা নুরুল হক, সিরাজুল ইসলাম ভুট্টো, আব্দুল মাবুদ, আলহাজ্ব আব্দুল করিম, ফরিদুল আলম, নুরুল আমিন, এম এম নুরুচ্ছাফা, সাইফুল আলম, ফিরোজ আহমদ ভূট্টো, রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সাংবাদিক সুনীল বড়–য়া, উচ্চ বালিকা বিদ্যাদয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক নুরুল কবির হেলাল, শিক্ষিকা মানসী বড়–য়া, নাজনীন আক্তার মেরী, ইসমত আরা, ইউপি সদস্যা সোনিয়া বড়–য়া, রাবেয়া বশরী, লায়লা বেগম, আফসানা জেসমিন পপি, অগ্রযাত্রার চেয়ারম্যান নীলিমা আক্তার চৌধুরী প্রমুখ। রামু থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, নারী সংগঠক, এনজিও প্রতিনিধি, পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি অংশ নেয়।
