মুন্সীগঞ্জ সংবাদদাতা : আগামী জুন মাসে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ২৯ মার্চ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাটে পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের ওইকথা জানান। এসময় তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অগ্রাধিকার। বিশ্বব্যাংকের নির্ধারিত ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান পদ্মা সেতু নির্মাণ কাজে দরপত্র জমা দিয়েছে।

কাদের বলেন, বর্ষার আগে মাওয়াঘাট স্থানান্তর না করা পদ্মা সেতু নির্মাণ কাজের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আগামী জুনে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে।
পরে মন্ত্রী মাওয়াস্থ রেস্ট হাউজে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে মেজর জেনারেল আবু সাঈদ মো: মাসুদ, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী রজ্জব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
