শ্যামলবাংলা ডেস্ক : জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করায় বেগম খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় ‘ভিত্তিহীন’ ওই দাবি তুলেছেন। তিনি ২৮ মার্চ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় ওই কথা বলেন। এসময় তিনি বলেন, সম্প্রতি আকস্মিকভাবে মা-পুত্র একজন লন্ডন থেকে, আরেকজন ঢাকা থেকে নতুন এক তত্ত্ব আবিষ্কার করেছেন। স্বাধীনতার ৪৩ বছর পর এই দাবি যেমন উদ্ভট, তেমনি হাস্যকর।
তিনি আরও বলেন, সমস্ত জাতি যখন মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হচ্ছে তখন জাতিকে দ্বিখণ্ডিত করার জন্য আপনি এইসব উদ্ভট দাবি করছেন। এটা অপরাধ এবং আমি আহ্বান জানাব, আপনি এই অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন।
তিনি বলেন, এতোদিন তারা বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযু্দ্েধর সেনাপতি, স্বাধীনতার ঘোষক- এ টুকু না হয় মেনে নিলাম। কিন্তু তাই বলে তাদের এই ধরনের দাবি অত্যন্ত অস্বস্তিকর এবং মিথ্যাচার; যার না আছে কোনো রাজনৈতিক ভিত্তি, না আছে কোনো ঐতিহাসিক ভিত্তি। জিয়াউর রহমান নিজেও কখনো এমন দাবি করেননি বলে মন্তব্য করেন সুরঞ্জিত। সুরঞ্জিত বলেন, তিনি কোথাও কখনো বলেননি যে তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। বিচিত্রায় যে আর্টিকেলটি তিনি লিখেছিলেন, সেখানে বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে উলেখ করেছেন।
নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এ আলোচনাসভায় অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী ও কৃষক লীগের নেতা মোহাম্মদ নাজিমউদ্দিন উপস্থিত ছিলেন।
উলেখ্য, বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জির্য়া বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তারেক রহমান গত ২৬ মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, জিয়াউর রহমানই ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এর একদিন পর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে খালেদা জিয়াও নিজের স্বামী জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করেন।
