ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলী উপজেলা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৮, ২০১৪ ৬:৩৬ অপরাহ্ণ

Upzila 2আমতলী (বরগুনা) প্রতিনিধি : আগামী সোমবার পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়ায় আমতলীর সর্বত্র সরগরম। জনসভা ও পথসভার ফাঁকে ফাঁকে রাতদিন বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
প্রতিদিনই প্রার্থীরা উপজেলোর বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ, পথসভা করছেন। উপজেলার সর্বত্র সমানতালে চলছে মাইকিং। পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-গঞ্জ। পছন্দের প্রার্থী নিয়ে আলোচনা চলছে চায়ের দোকান, পাড়া-মহল্লায়। ভোটাররাও প্রার্থীদের সম্পর্কে করছেন হিসাব-নিকাশ।

Shamol Bangla Ads

এবারের নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জি,এম দেলোয়ার হোসেন (আনারস ), ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান (টিয়াপাখি ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা মাকসুদা আক্তার জোসনা (হাঁস)। অপরদিকে
আওয়ামীলীগের বহিস্কৃত সাধারন সম্পাদক সামসুদ্দিন আহমেদ ছজু (ঘোড়া) বহিস্কৃত মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বর্তমান ভাইস- চেয়ারম্যান এ্যাডঃ আবুল কালাম সামসুদ্দিন শানু(মটরসাইকেল) প্রতীক নিয়ে লড়ছেন। ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বহিস্কৃত সহ-সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা( টিওবয়েল) ছাত্রলীগ নেতা মো. ইদ্রিসুর হাওলাদার শাওন (চশমা) প্রতীক নিয়ে মাঠে আছেন।

বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মো. জালাল উদ্দিন ফকির (দোয়াত কলম ), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ (তালা ), মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়ামিন রোজী (ফুটবল) ও স্বতন্ত্র তামান্না আফরোজ মনি (কলস)। ইসলামী আন্দোলনের ভাইস -চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার(উড়োজাহাজ) প্রতীক নিয়ে লড়ছেন।

Shamol Bangla Ads

এ নির্বাচনটি অরাজনৈতিকভাবে হওয়ার কথা থাকলেও প্রচারণায় রাজনৈতিক পরিচয় প্রাধান্য পেতে দেখা যাচ্ছে। সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা জি,এম দেলোয়ার হোসেন এবং ১৯ দল সমর্থিত বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. জালাল আহমেদ ফকির ও আ.লীগের বহিস্কৃত সম্পাদক সাসুদ্দিন আহমেদ ছজুর মধ্যে তুমুল প্রতিদ্ব›িদ্বতা হবে। এবারের নির্বাচনে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪২১ ভোট । ভোটকেন্দ্র ৫৯ টি। ভোটাররা এবার কর্মপ্রেরণা, ন্যায় ও যোগ্যতা দেখেই প্রার্থীকে বেছে নেয়ার চিন্তাভাবনা করছেন। আগামী ৩১ মার্চ ভোটযুদ্ধে কে জয়ের মালা বরণ করবেন সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!