নরসিংদী প্রতিনিধি : কৃষক ও ভোক্তা স্বার্থ রক্ষায় কৃষিপণ্যের জাতীয় মূল্য কমিশন গঠন,সরকার ঘোষিত ধানের মূল্য পুণঃনির্ধারণ ও অধিক পরিমাণ ধান ক্রয়ের ঘোষণা প্রদানসহ ৫দফা দাবিতে বেসরকারী সেবা সংস্থা কর্মজীবী নারী’র উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।মানববন্ধন কর্মসূচীর পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী ও খাদ্য মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। জেলা জন-মূল্য কমিশন এর সভাপতি ও কর্মজীবী নারী’র জেলা নেত্রী নারগিছ পারভীন এর নেতৃত্বে ২৭ মার্চ সকাল ১১টায় কর্মজীবী নারী’র প্রায় শতাধিক সদস্য নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীর পর কর্মজীবী নারী’র প্রোগ্রাম অফিসার হুরমত আলীর নেতৃত্বে জেলা প্রশাসকের নিকট ম্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে কৃষি পণ্যের জাতীয় মূল্য কমিশন গঠন করা সহ কৃষি পণ্যের লাভজনক মূল্য নির্ধারনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
