অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদী উপজেলায় পিতার বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ উঠেছে। ওই ঘটনায় শিশুর পিতা বেলাল হোসেনকে আসামী করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চুরি হওয়া শিশুর মা নুরুন্নাহার শান্তা জানান, ৭ বছর পূর্বে কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের মৃত সরোয়ার হোসেন জাহিদের পুত্র বেলাল হোসেনের সাথে তার বিয়ে হয়। ২০০৭ সালে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। শিশু জন্ম নেয়ার পর থেকে তার স্বামী বেলাল হোসেন বিভিন্ন সময় নানান অসামাজিক কাজে জড়িয়ে পরে। এতে বাঁধা দিলে স্বামীর সাথে তার দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে ২০১৩ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সেই থেকে তার পুত্র রাতুলকে নিয়ে তার পিত্রালয় চাঁদশী গ্রামে বসবাস করে আসছে। ডিসেম্বর মাসের শেষের দিকে বেলাল চাঁদশী শান্তার পিত্রালয়ে এসে নিজের ভুল স্বীকার করে তাকে ফিরিয়ে নেয়। বেলালের বাড়িতে যাওয়ার কিছিুদিন পর শান্তাকে আটকিয়ে নির্যাতন করে ৪টি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেলেসহ তাকে তাড়িয়ে দেয়। গত বুধবার স্বামী বেলাল হঠাৎ ছেলেকে দেখার কথা শান্তার বাবার বাড়িতে এসে ছেলেকে খাবার কিনে দেয়ার কথা বলে চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই দিন ২৬ মার্চ নুরুন্নাহার শান্তা বাদী হয়ে স্বামী বেলালকে আসামী করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করে।
