মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মিজাপুর ইউনিয়নের বৌলাসী এলাকা থেকে জয় সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ সভুঅ মার্চ বুধবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। জয় সরকার মিজাপুর ইউনিয়নের বৌলাসী এলাকার অধির সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির পাশের আম গাছে জয় সরকারকে ঝুলতে দেখে তার প্রতিবেশীরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেয়।পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে ।
