মেহেরপুর প্রতিনিধি : বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় সেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে আমরা ৮৫’র সাধারণ সভা অনুষ্ঠিত

আমরা ৮৫ মেহেরপুরের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোমিনুল হক জুয়েলের সভাপতিত্বে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. জে.পি.জে আগরওয়ালা সপ্পু, জহুরুল ইসলাম বড় বাবু, তারিকুল ইসলাম খান, সহসভাপতি মফিজুল ইসলাম, মাসুদ রেজা, সাধারণ সম্পাদক সামসুল আযম লিন্টু, সহ-সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম রাজ্জাক, নির্বাহী সদস্য মোঃ শাহজামাল, মহিবুর রহমান, মুস্তাফিজুর রহমান খান তপন, আবুল হাসান মিঠু, খালেকুজ্জামান মিলন প্রমুখ। সভার শুরুতে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সংগঠনের কয়েকজন সদস্যের পিতা-মাতার মৃত্যুতে সভায় শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় বিগত দিনের রিপোর্ট পেশ সহ আগামীদিনে উন্নয়নমুলক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালণ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাহবুবুল হক মন্টু।
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রস্তুতিসভা অুনষ্ঠিত
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা সাংগাঠনিক কমিটির এক প্রস্তুতিসভা অুনষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান, জেলা সমাজ সেবার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সেভ দি চিলড্রেনের ডেপুটি ম্যানেজার সাইদুর রহমান মাতাব্বর প্রমুখ।
মেহেরপুর জেলা স্কাউটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা স্কাউটের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা স্কাউটস’র সভাপতি জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমাযেত হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা স্কাউটস’র সহসভাপতি আলহাজ আব্দুল হান্নান মাষ্টার, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
গাংনী’র যুবদল নেতা নিখোঁজ!
মেহেরপুর জেলার গাংনী উপজেলা যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক শাহিন মোল্লা (৩৫) দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শাহিন মোল্লা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের শুকুরকান্দি গ্রামের ইবাদত মোল্লার ছেলে।
তার পরিবার সুত্রে জানা যায়, গত রবিবার রাতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে মেহেরপুর ডিবি পুলিশ জানায় তারা শাহিন নামের কাউকে আটক করেনি। গত দুদিনেও শাহিনের কোন খোঁজ না পাওয়ায় তার পরিবারে আতংক বিরাজ করছে। শাহিন মোল্লার পরিবার আরো জানান, আমরা ডিবি সহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তার কোন খোঁজ মেলেনি।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আক্তারুজ্জামান জানান, শাহিনের বাড়িতে কোন অভিযান চালানো হয়নি বা তাকে আটক করা হয়নি। ডিবির নাম ভাঙ্গিয়ে অন্য কেউ তাকে নিয়ে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে মহিলা সংসদ সদস্য
সেলিনা আখতার বানু কে সংবর্ধনা
মেহেরপুর জেলার গাংনীতে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সেলিনা আখতার বানুকে গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটের সময় গাংনী বাসষ্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক এম এ খালেক তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র সভাপতি (সাবেক) এ্যাড. আঃ সালাম প্রমুখ।
