ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলায় ২৬ মার্চ বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে স্টেডিয়াম মাঠে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজ্জামেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা শামছুল আলম, মুক্তিযোদ্ধা সংগঠক ফকির আব্দুল মান্নান, কমান্ডার ইউসুফ হারুন, সুরুজ্জামান আকন্দ প্রমূখ।
