জামালপুর প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জামালপুরের সরিষাবাড়ীতে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই কালা মন্ডল (৬৫) নিহত হয়েছেন।

২৬মার্চ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানাগেছে, কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর গ্রামের কালা মন্ডল ও আব্দুর রশিদ ভ্রাতাদ্বয়ের মধ্যে বিরোদের জের ধরে বুধবার সকালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুর রশিদ ইট দিয়ে আঘাত করলে বড় ভাই কালা মন্ডল ঘটনাস্থলে মারা যান।
ঘটনার পর থেকেই আব্দুর রশিদ ও তার পরিবার পালিয়েছে। পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
