ভোলাহাাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: “যক্ষা সেবা সবার তরে, পৌঁছে দিব ঘরে ঘরে” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ভোলাহাট ডেমিয়েন ফাউন্ডেশন আয়োজিত সোমবার সকালে বিশ্ব যক্ষা দিবস ২০১৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্নাঢ্য র্যালি হাসপাতাল থেকে বের হয়ে মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের প্রধান অফিস সহকারি কাম হিসাবে রক্ষক বাদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারঃ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ ফরিদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ডেমিয়েন ফাউন্ডেশনের টিএলসিএ মনিরুজ্জামান, টিএলসিএ মামনুর রশিদ ও ভোলাহাট প্রেস ক্লাবের সিনিয়ার সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় বিশ্ব যক্ষা দিবসের তাৎপর্য্য তুলে ধরে বিস্তারিত আলোচনা হয়।