চুয়াডাঙ্গা প্রতিনিধি : কেন্দ্র দখল বোমা বিষ্ফোরন অগ্নিসংযোগের মধ্য দিয়ে শেষ হওয়া চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাচনে ৬১ হাজার ৭শ’ ২৫ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন আ.লীগ সমর্থিত প্রার্থী আ. লতিফ অমল (আনারস)। তার নিকটতম প্রার্থী জামায়াত সমর্থীত প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান (মটরসাইকেল) পেয়েছেন ১৫ হাজার ৬শ’ ৩৩ ভোট।

১টি পৌরসভা, ৬টি ইউনিয়র নিয়ে গঠিত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ১৮ হাজার ৫৬৪ জন ভোটারের মধ্যে ৯৩ হাজার ১শ’ ৪৯ জন ভোটার ৫৩টি কেন্দ্রের মধ্যে ৫২ কেন্দ্রে ৩৮৮টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পোল হয়েছে ৭৮.৫৭ শতাংশ। ভোট কেন্দ্রে বোমা হামলা অগ্নি সংযোগ ব্যালট বাক্স ভাংচুরের কারণে ১ টি কেন্দ্রে (কন্দর্পপুর বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়) ভোট গ্রহন গ্রহন স্থগিত করা হয়েছে। # #
