আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সোমবার সকালে বগুড়ার আদমদীঘিতে মরিয়ম বেগম (৪০) নামের এক নারী গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরিয়ম বেগম উপজেলার শিতলায় গ্রামের বেলাল হোসেনের স্ত্রী ও নিঃসন্তান বলে জানা গেছে। বেলা ১০ টায় নিজ বাড়ীর দ্বিতলা ঘরের বান্দায় বাঁশের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে এ ঘটনা ঘটায়। মরিয়ম বেগমের শারীরিক অসুস্থতার কারনে সে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে বলা হয়। দুপুরে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।