নরসিংদী প্রতিনিধি : ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই’র পীর আলহাজ্ব মাওলানা রেজাউল করিম বলেছেন, স্বাধীনতার ৪ দশকাধিককালেও এদেশের মানুষের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হওয়ায় মানুষ তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সকল অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি বাসা বেঁধে রয়েছে। সৎ ও ভাল মানুষের কোন মূল্য নেই। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব ছাড়া এসব দুর্নীতি, সন্ত্রাস, অনাচার, অবিচার দুরীভূত হবে না। দুরীভূত হবেনা সামাজিক অবক্ষয়।
তিনি গতকাল রবিবার নরসিংদী পৌর মিলনায়তনে ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেহের উদ্দিন মিয়ার স্মরনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এ কথা বলেন। আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কাজী আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। বক্তৃতা করেন নরসিংদী জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল বারী, মুফতি আব্দুর রশিদ, মাস্টার মোঃ বজলুল হক, নরসিংদী সদর উপজেলা নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল ওয়াহাব মোল্লা, ডা. মোঃ ইদ্রিস মিয়া, মাওলানা ফরিদ উদ্দিন, রকিবুল হাসান, মাওলানা আলমগীর হোসেন ও মাওলানা আবদুল কাদের।
পীর সাহেব চরমোনাই বলেন, সমাজে নেতৃত্ব দেয়ার পূর্বে নেতাদেরকে নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হবে। সততা নিষ্ঠা, খোদাভীরুতা, সাহসিকতা এবং বলিষ্ঠতাই হচ্ছে গতিশীল নেতৃত্বের পূর্ব শর্ত। তিনি বলেন, ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মেহের উদ্দিন মিয়া ছিলেন একজন সাহসী ও যোগ্য নেতা। তিনি সত্য বলতে পিছপা হন নি। আমি আমার শ্রদ্ধেয় পিতা পীর সাহেব চরমোনাই মরহুম মাওলানা ফজলুল করিমের অনেক গুন মেহের উদ্দিন চেয়ারম্যানের মধ্যে খুঁজে পেয়েছি। দলের কর্মসূচীকে এগিয়ে নেয়ার জন্য মেহের উদ্দিন চেয়ারম্যানের মত সাহসিকতা ও গতি নিয়ে এগিয়ে যেতে হবে।