আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে শনিবার বিকেলে আদমদীঘির সান্তাহারে পৌর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিল শেষে যুবদলের কার্য্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সান্তাহার পৌর যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বিএনপির নেতা মীর মোমিনুর রহমান, ইকবাল, যুবদলের নেতা জুয়েল, ওয়াহেদ, বিপাশ, জবা,স্বপন, চান, শ্রমিক দলের নেতা শহিদুল, গল্টু, ছাত্রদলের নেতা রানা খান, লিয়ন প্রমুখ। বক্তরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়।