মৌলভীবাজার প্রতিনিধিঃ চতুর্থ দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বেসরকারী ভাবে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী রণধীর কুমার দেব (আনারস) নির্বাচিত হয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ ফলাফল নিশ্চিত করেন। ৭৯টি কেন্দ্রের ৫৩৬ টি কক্ষের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামীলীগের রণধীর কুমার দেব প্রাপ্ত ভোট ৪৯ হাজার ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান লাল হাজী ২৫ হাজার ৫শ ১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঘঠিত এ উপজেলায় ভোটারের সংখ্যা হচ্ছে ১ লাখ ৯৬ হাজার ১’শ ৩৩ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৯ টি। এর মধ্যে পুরুষ ৯৮ হাজার ৫শ ৮০ জন আর মহিলা ভোটার ৯৭ হাজার ৫শ ৫৩ জন।
এ উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিতদ্ধন্ধীতা করেছেন।