স্টাফ রিপোর্টার : শেরপুরে নবগঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয়েছে। ২৩ মার্চ রবিবার থেকে প্রথম নিযুক্ত বিচারক অমূল্য কুমার সরকার ওই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করেন। এর ফলে শেরপুরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার দ্রুত নিস্পত্তি এবং সংশ্লিষ্ট মামলাগুলোতে বিচারপ্রার্থী জনগণের হয়রানী অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
উলেখ্য, ওই ট্রাইব্যুনালে প্রথম নিযুক্ত বিচারক অমূল্য কুমার সরকার ইতোপূর্বে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্বে ছিলেন। এখনও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নিয়োগ না দেওয়ায় দায়রা জজ আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল ওই ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে দেশের ১৮ জেলার আওতায় শেরপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এবং তার বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। সেইসাথে তারা ওই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠায় বিশেষ ভুমিকা রাখায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক ও হুইপ আতিউর রহমান আতিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।