লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কালভৈরবে গতকাল শনিবার সন্ধা সাড়ে ৭ টায় পিকআপ ও অটোরিক্স্রার সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন পিকআপ চালক আমিনুল ইসলাম(৩২),যাত্রী আঞ্জুমানআরা(২৭) ও হাজেরা বেগম(৪৮)।
এ বিষয়ে আরিফুল ইসলাম ও রাকিবুল জানান, পিকআপ’টি দইখাওয়া থেকে তুষভান্ডারের দিকে যাচ্ছিল পথিমধ্যে অটোরিক্সার সঙ্গে ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়। আহতরা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।