রামু (কক্সবাজার) প্রতিনিধি : ২৩ মার্চ রবিবার কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। কেন্দ্র গুলোতে মহিলা ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বরের সহিংস ঘটনার কারনে দেশজুড়ে আলোচিত রামু উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে কঠোর প্রদক্ষেপ নিয়ে ছিলো প্রশাসন।
চারজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এ নির্বাচনকে নিজেদের অস্থিত্বের লড়াই বলে মনে করছেন। ঐহিতহাসিক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত পর্যটন উপজেলা রামুর এ নির্বাচনকে ঘিরে পুরো রামুতে বিরাজ উৎসবমুখর পরিবেশ।
রামুতে নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।