ইয়ানুর রহমান (যশোর) : সদর উপজেলা নির্বাচনে হামলা বোমাবাজি ও সংঘর্ষের ঘটনায় ওয়ান নিউজ বিডি’র সাহিত্য সম্পাদক সহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।
সাহিত্য পত্রিকা দোলনের সম্পাদক ও ওয়ান নিউজ বিডি’র সাহিত্য সম্পাদক কামাল মুস্তাফাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ৭ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে শহরের খোলাডাঙ্গা কর্মজীবী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মোটরসাইকেল প্রতীক ও বিএনপি সমর্থিত আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ৫/৬টি বোমার বিস্ফোরণ ঘটে। বোমার ¯িপ্রন্টারে শিরিনা খাতুন নামে এক নারী ভোটার আহত হন। এছাড়া সংঘর্ষে আনোয়ার হোসেন বাবু নামে এক জামায়াত কর্মী আহত হন।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি সমর্থকরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনকে কুপিয়ে জখম করে। এ সময় আনারস ও দোয়াত কলম প্রতীকের সমর্থকরা বোমাবাজি ও হামলা চালায়।
বেলা ১১টার দিকে নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সঙ্গে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনারস প্রতীকের সমর্থকরা আওয়ামী লীগ কর্মী রবিউল ইসলামকে কুপিয়ে জখম করে। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে।
পোলতাডাঙ্গা ও নলিতাদহ কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হন।
যশোর আশ্রম মোড়ে মোটরসাইকেল ও দোয়াত কলম প্রতীক সমর্থকদের মধ্যে বোমাবাজি-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দায়িত্ব পালন কালে ওয়ান নিউজ বিডি’র সাহিত্য সম্পাদক কামাল মুস্তাফা বোমার ¯িপ্রন্টারে আহত হন।
এছাড়া, যশোরের ইনস্টিটিউট স্কুল, যশোর জেলা স্কুল, এম.এস.টি.পি স্কুল, বালিয়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্রে বোমাবাজির ঘটনা ঘটেছে।
যশোর কোতোয়ালি থানা ওসি জানিয়েছেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
: যশোর সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মাসুক হাসান জয় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন কেন্দ্র দখলের অভিযোগ তুলে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জয় অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র দখল ছাড়াও জালভোট দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।