জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেএমবি’র সদস্য সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।আটকৃকৃতরা হলো-আক্তারুজ্জামান (২৩), পিতা-আ: হালিম, বেলাল হোসেন (২২), পিতা-ইব্রাহিম, দেলোয়ার হোসেন (২১), পিতা-সোলায়মান আলী ও শাকিল (১৮), পিতা-আ: কাদের। এরা সবাই লালমনির হাট জেলার হরিঠাকুর গ্রামের বাসিন্দা বলে জানাগেছে। ২৩মার্চ দুপুরে তারাকান্দি মাদ্রাসা থেকে আটক করা হয়। এএসপি ইয়াসিন আহমেদ জানান-গ্রেপ্তারকৃতদের বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) ওসি এস আই জহির উদ্দিন জানান-গ্রেপ্তারকৃতদের বিষয়ে খবরদারি করা হচ্ছে। জেএমবির সদস্য কিনা তা এখনো বলা যাচ্ছেনা। আটককৃতরা জানিয়েছে-তারা দেশ ব্যাপী ভ্রাম্যমান দর্জি, ইলেক্ট্রিকেল ও বুটিক শিল্প ক্ষুদ্র পরিসরে বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ট্রেনিং করে থাকি। এক সপ্তাহ যাবৎ মেলান্দহের কয়েকস্থানে ট্রেনিং করাচ্ছি। বিনিময়ে প্রশিক্ষনার্থীদের কাছ থেকে কিছু টাকাও নিচ্ছি। টাকা-পয়সার লেনদেন নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে মনোমালিন্যের জের ধরে আমাদের গ্রেপ্তার করানো হয়েছে।