নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোখলেছুর রহমান রিপন বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২৩ মার্চ রবিবার উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মোট ৭১টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে রাত ৯টায় সহকারী রিটার্নিং অফিসার ওই ফলাফল ঘোষণা করেন। এতে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোখলেছুর রহমান ৩৩ হাজার ২শ ১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোকছেদুর রহমান লেবু পেয়েছেন ৩০ হাজার ৯শ ৯ ভোট। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম উকিল পেয়েছেন ২৯ হাজার ১শ ৬২ ভোট।
এছাড়া পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিএনপির হাবিবুর রহমান লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আছমত আরা আছমা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।