নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ২৩ মার্চ রবিবার সকাল ৮টা থেকে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন চলছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা স্বতস্ফুর্তভাবে কেন্দ্রে ভোট দিতে আসছেন।
ভোট গ্রহন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ছাড়াও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি সদস্যরা নির্বাচনী এলাকাতে টহল দিচ্ছে। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, এই উপজেলায় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ৭১ টি কেন্দ্রে মোট ১ লাখ ৭২হাজার ১শ ২৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।