নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২৩ মার্চ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ৭১টি ভোট কেন্দ্রে চলে ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও লক্ষণীয়। বিশেষ করে নারী ভোটাররা সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের কাঙ্খিত প্রার্থীকে ভোট দিয়েছেন।
এদিকে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৭১টি কেন্দ্রে বিজিবি’র ৩টি, সেনাবাহিনী’র ২টি ও পুলিশের ১২টি মিলে মোট ১৭টি স্ট্রাইকিং ফোর্স কাজ করেছে। আর ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করেন। বিশেষ করে আওয়ামী লীগের দুই প্রার্থী নিয়ে প্রশাসনে আশংকা থাকায় তাদের ব্যাপক প্রস্তুতি ছিল। ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ১৫টিকে চিহ্নিত করা হলেও শুধুমাত্র গাগলাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ নির্বাচনে নালিতাবাড়ীতে তৃণমূল ভোটে আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকেছদুর রহমান লেবু দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। একই দল থেকে তৃণমূলে পরাজিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম উকিল ঘোড়া প্রতীক নিয়ে লড়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বিদ্রোহী প্রার্থী নন্নী ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়েন। ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭২ হাজার ১শ ২৮ জন। এ রিপোর্ট লিখা পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি।