নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার পার্শন গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ভূট্টো (৪০) ও আব্দুল কাদেরের ছেলে আব্দুর রাজ্জাক প্রিন্স (৩৮) ২২ মার্চ মোটরসাইকেল যোগে চৌমোহনী বাজার থেকে বাড়ি ফেরার পথে বাটদীঘি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে তাল গাছের সাথে বেজে দূর্ঘটনায় কবলিত হয়। এতে তারা ২ জনই নিহত হয়। ওই ২ জনের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।