ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে ভোটারদের ভোট প্রদানে বাধা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১০জন আহত হয়েছে। ২৩ মার্চ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ফকিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। আহতদের নামপরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।