ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নির্বাচনি সহিংসতায় ১ জন নিহত এবং আহত হয়েছে ১০ জন,জেলার সবকটি উপজেলায় বিএনপিসহ অন্য দলের প্রার্থীদের নির্বাচন বর্জন। এখন চলছে ভোট গননা। জেলার ৪ উপজেলায় শান্তিপূর্ন পরিবেশে সকাল ৮ টায় নির্বাচন শুরু হলেও দুপুরে রাজাপুর উপজেলার তারাবুনিয়ার কদুতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষে রিপন বেপারী নামক এক যুবলীগ কর্মি নিহত হয়েছে। এ সময় আরো ৪ জন আহত হয়েছে। অপর দিকে কাঠালিয়া উপজেলার চড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংর্ঘষে জাফর খান ও ইলিয়াছ মুন্সী সহ ৪ জন আহত হয়েছে। ১১-৩০ মিনিটে কাঠালিয়া উপজেলা বিএনপি সমর্থিত চেয়াম্যান প্রার্থী রফিকুল ইসলাম মিরন সিকদার, জাতীয় পার্টি জেপির প্রার্থী ্এ্যাড. এনামুল ইসলাম রুবেল ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ তরুন সিকদার উপজেলা পরিষদ সভা কক্ষে যৌথ সাংবাদিক সম্মেলনে নির্বাচন বর্জন ও স্থগিতের দাবী জানান। এর পূর্বে সকাল ১০-৩০ মিনিটে ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সমর্থিত প্রার্থী এলেন সরদার ও নলছিটি উপজেলা বিএনপির সমর্থিত প্রার্থী হেলাল খানসহ,সর্বশেষ দুপুর ২টায় বিএনপি সমর্থীত মোঃ নাসিম উদ্দিন আকন পৃথক সাংবাদিক সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষনা দেন।