রাজবাড়ী সংবাদদাতা : জাতীয় শিশু দিবস উপলক্ষে দ্বিতীয় বারের মত ১৯ মার্চ বুধবার ২০১৪ ইসলামিক রিলিফ বাংলাদেশ, রাজবাড়ী ফিল্ড অফিস কর্তৃক আয়োজিত এতিম শিশুদের নিয়ে শিলাইদহ কুঠিবাড়ীতে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। উক্ত বনভোজনে রাজবাড়ী জেলা পাংশা উপজেলার ২শ ৭০ জন এতিম শিশু অংশগ্রহন করে। ইসলামিক রিলিফের স্কাউটস্ শিক্ষক খন্দকার এমদাদুল হোসাইন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দিন ব্যাপী এই বনভোজনে উপস্থিত ছিলেন সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ বিল্লাল হোসেন, স্কাউট শিক্ষক খন্দকার এমদাদুল হোসাইন ও মোঃ কাহারুল ইসলাম, স্কাউট ইন্সট্রাক্টর মুক্তিযোদ্ধা সুলতান হোসাইন, ফিল্ড অফিসার মোঃ মিলন হোসেন, কমিউনিটি অর্গানাইজার সফিকুল ইসলাম ও নূর মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাংলার ঐতিহ্যের নিদর্শন স্বরূপ কবিগুরু রবীন্দ্রনাথের কুঠিবাড়ীতে শিশুরা নানা বিষয়ে জ্ঞান অর্জন করে। এছাড়াও শিশুদের চিত্তবিনোদনের জন্য নিজেদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুরা এসময় নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পায়। এছাড়াও শিশুদের সাথে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।