চারঘাট প্রতিনিধিঃ অবশেষে সন্ধান মেলে রাজশাহীর যাদুঘরের সামনে থেকে অপহৃত কুমারী জয়া রানী (১৮)। ওমানাথের মেয়ে কুমারী জয়া রানী রাজশাহীর চারঘাট হলিদাগাছী গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায় গত ১২ মার্চ বুধবার সকালে মহিলা রোডের নিকট থেকে জয়াকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কুমারী জয়ার পিতা ওমানাথ বাদী হয়ে শুক্রবার চারঘাট মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলা নং-১৪। কুমারী জয়া বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে। চারঘাট মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, নিজ ইচ্ছায় ভালবাসার সম্পর্কের জের ধরে তারা পালিয়ে বিয়ে করে। তাকে অপহরণ করা হয় নাই । গত ২১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী উপজেলার হলিদাগাছী রেলগেট জাগিরপাড়া সালামের ছেলে ইমন (১৮)-কে চারঘাট মডেল থানার এসআই রুহুল আমিন আটক করে জেল হাজতে প্রেরণ করে।