শ্যামলবাংলা ডেস্ক : আগের ৩ দফা উপজেলা নির্বাচনের চেয়ে চতুর্থ দফা নির্বাচন বেশি সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম। তিনি ২৩ মার্চ রবিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই দাবি করেন।
‘সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে’- রবিবারের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এমন খবর প্রকাশের কথা উলেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম বলেন, সেনাবাহিনীকে কোন বিচারিক ক্ষমতা দেওয়া হয়নি। বিএনপি নির্বাচন নিয়ে ধারবাহিকভাবে ‘পেশাদার মিথ্যাচার’ করছে বলেও অভিযোগ করেন তিনি।
উলেখ্য, উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় রবিবার ৪৩ জেলার ৯১ উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দফায় সহিংসতা বেড়ে যাওয়ার কারণে ওই নির্বাচনে অতিরিক্ত সতর্কাবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য শনিবার পৃথকভাবে চিঠি দেওয়া হয়।