কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে মহাজোট সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ বরাদ্দও দিয়েছে। দেশে বিভিন্ন ধরনের খেলার গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। ক্রীড়ামোদীদের সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। তিনি ২২ মার্চ শনিবার বিকেলে কুষ্টিয়া সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে পরিচিত করা যায়, গৌরব ফিরিয়ে আনা সম্ভব। শারীরিক বিকাশে ক্রীড়ার প্রয়োজনীয়তা রয়েছে। কুষ্টিয়ার অনেক খেলোয়াড়ই বিভিন্ন খেলার মধ্য দিয়ে কুষ্টিয়া তথা দেশের সম্মান বয়ে আনছে। এ গৌরব ধরে রাখতে শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগ দিতে হবে।
হানিফ বলেন, এখন ছাত্র রাজনীতিতে কোন গৌরবত্ব নেই। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন ছাত্র রাজনীতি তাদের কান্ডারি ছিল। বর্তমান সময়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থী মেধাবী, ভাল ফলাফল করবে তাকে ছাত্র রাজনীতি করতে হবে। তার নেতৃত্বে চলবে অন্যান্য ছাত্ররা। তিনি বলেন, ইতিমধ্যে ক্রীড়াবীদ হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশের অনেক সোনার ছেলেরা। তাই তোমাদেরকেও একদিকে মেধাবী ছাত্র এবং অপরদিকে ভাল ক্রীড়াবীদ হিসেবে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে হবে।
কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব জাফর সিদ্দিকী, শিক্ষক পরিষদ সম্পাদক এ কে এম শামসুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান ।