ads

রবিবার , ২৩ মার্চ ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন : সোমবার অর্ধদিবস হরতালের ডাক বিএনপির

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৩, ২০১৪ ৪:৩৭ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন : সোমবার অর্ধদিবস হরতালের ডাক বিএনপির

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বেশ কয়েকটি কেন্দ্রে এজেন্টদের বের করাসহ ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচন শেষ হয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থী আগামীকাল অর্ধদিবস হরতাল ডেকেছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে সাজা দেয়া হয়েছে। আগের রাতে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে লিফলেট বিতরণসহ নির্বাচনী আচারনবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্নস্থান থেকে আরও ৭জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও উপজেলার ৩৮টি কেন্দ্রে ভোটারদের নামেমাত্র উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকে ভোট দিতে গিয়ে ফিরে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এসএম আফজাল হোসেনের এজেন্টদের কেন্দ্র বের করে দেয়ার অভিযোগে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট গ্রহণ স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবী জানান। এ অভিযোগে সোমবার আগৈলঝাড়ায় অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রী ভোট গ্রহণ স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগে জানান, বহিরাগত লোকজন আনারস প্রতীকে বিভিন্ন কেন্দ্রে সিল পিটিয়ে বাক্স ভরেছে। একই অভিযোগে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আবুল মোল্লা সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কট করেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা রফিকুন্নবী ভাট্টি ৩৮টি কেন্দ্রের ভোট স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা লিখিত অভিযোগ প্রদান করেছে। আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে চেঙ্গুটিয়া গ্রামের রাসেল তালুকদারের ছেলে সবুজ তালুকদার নামক এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদÐাদেশ প্রদান করেছে।
এছাড়া আগৈলঝাড়া থানা পুলিশ শনিবার গভীর রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ যুবককে আটক করেছে। আটককৃতরা হলো-বাকাল গ্রামের বিনয় বৈরাগী, বিমল বৈরাগী, শৈলেন মালাকার, সঞ্জীব বিশ্বাস, অমল বিশ্বাস, মোল্লাপাড়া গ্রামের সমীর চৌধুরী ও অনুপ হালদার। আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে লিফলেট বিতরণ ও মিথ্যা অপপ্রচারসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। রোববার বিকেলে তাদের ভ্রাম্যমান আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!