শ্যামলবাংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারিয়ে লড়াইয়ে ফিরেছে পাকিস্তান।
২৩ মার্চ রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯১ করে পাকিস্তান। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৭৫ রান করে অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি। জুলফিকার বাবরের প্রথম ওভারে বিদায় নেন ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন। তবে চার নম্বরে নামা গ্লেন ম্যাক্সওয়েলের প্রতিআক্রমণে দিশেহারা হয়ে যায় পাকিস্তান। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোনো জবাবই খোঁজে পাচ্ছিলেন না পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তৃতীয় উইকেটে অ্যারন ফিঞ্চের সঙ্গে মাত্র ৬৪ বলে ১১৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান ম্যাক্সওয়েল। দ্বাদশ ওভারে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে ১২৬ রানের দৃঢ় অবস্থানে পৌঁছে দেন তিনি। ১৮ বলে অর্ধশতকে পৌঁছানো ম্যাক্সওয়েলকে ফিরিয়ে পাকিস্তানকে খেলায় ফেরানোর কৃতিত্ব শহীদ আফ্রিদির। আহমেদ শেহজাদের ক্যাচে পরিণত হওয়ার আগে ৭৪ রান করেন তিনি। ম্যাক্সওয়েলের বিদায়ের পর ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ষোড়শ ওভারে অধিনায়াক জর্জ বেইলিকে ফেরান আফ্রিদি। শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৭৫ রান, হাতে ছিল ৮ উইকেট। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ২৩ রান। বিলাওয়ালের সেই ওভারে শেষ ৩ উইকেট হারিয়ে মাত্র ৬ রান যোগ করে তারা। পাকিস্তানের পক্ষে চারজন বোলার দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৯১/৫ (শেহজাদ ৫, কামরান ৩১, হাফিজ ১৩, উমর আকমল ৯৪, মাকসুদ ৫, আফ্রিদি ২০*, মালিক ৬*; কোল্টার-নাইল ২/৩৬, বোলিঞ্জার ১/২৮, স্টার্ক ১/৩৫, ওয়াটসন ১/৩৮)
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৭৫ ওভার (ওয়ার্নার ৪, ফিঞ্চ ৬৫, ওয়াটসন ৪, ম্যাক্সওয়েল ৭৪, বেইলি ৪, হজ ২, হ্যাডিন ৮, কোল্টার-নাইল ০, স্টার্ক ৩, হগ ৩, বোলিঞ্জার ০*; বাবর ২/২৬, গুল ২/২৯, আফ্রিদি ২/৩০, বিলাওয়াল ২/৩৬, আজমল ১/৩৩)
ম্যাচ সেরা: উমর আকমল।