চুয়াডাঙ্গা প্রতিনিধি : সিইসি’র নিজ উপজেলা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সুষ্ঠ নির্বাচনের সন্দেহ দেখা দিয়েছে দাবি করে গতকাল (আজ) শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় জীবননগর প্রেসক্লাবে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী সাইদুর রহমান ধুন্দু (দোয়াত কলম প্রতীক) । সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট কতৃপক্ষ সে সিদ্বান্ত পরিবর্তন করে পাশ্ববর্তী দর্শনা, দামুডহুদা থেকে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার এনে তাদের মাধ্যমে ভোট গ্রহণ করে সরকারী দল দলীয় ভাবে ভোট কারচুপির পরিকল্পনা করছে। যা জীবননগর উপজেলা বাসীর মতামত কে বাধাগ্রস্থ করবে। এছাড়া তিনি আরো জানান, গত ১৯ ও ২০ মার্চ রাতে উপজেলার নিধিকুন্ড গ্রামসহ বিভিন্ন গ্রামে আমাদের কর্মিদের বাড়ির আশে পাশে বোমা ফাটিয়ে ও ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অব্যহত ভাবে হুমকি প্রদান করে যাচ্ছে। সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান,সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন,কেন্দ্রীয় যুব দলের শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সদস্য মাহমুদ হাসান খান বাবু প্রমুখ।