আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতনের বড় ভাই বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম দুলাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্য‚ বরন করেছেন (ইন্নালিল¬াহে——রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়ে ও নাতি নাতনী সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। রোববার সকাল ১১ টায় সান্তাহার শহরের সাতাঁহার গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।