স্টাফ রিপোর্টার : জাতীয় সংগীত শুদ্ধভাবে গাইতে শেরপুরে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত প্রশিক্ষন কর্মশালার সমাপ্তি হয়েছে। ১৮ মার্চ থেকে ২১ মার্চ সকাল ১১ টা পর্যন্ত ৪ দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা শেরপুর জেলা শাখার সভাপতি সঞ্চীতা হোড় দিপুর সভাপতিত্বে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাজিব সরকার ও জাতীয় রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার শেরপুর জেলা শাখার প্রতিষ্ঠিাতা সভাপতি রজিয়া সামাদ। জাতীয় রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার আয়োজনে ও জেলা শিল্পকলার সহযোগীতায় এ কর্মশালায় ২৭ টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সনদপত্র বিতরণ করা হয়।