ads

শনিবার , ২২ মার্চ ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নির্মিত হলো বাংলা ছায়াছবি ‌‌‌’চিনিবিবি’

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২২, ২০১৪ ১২:৫২ অপরাহ্ণ

chini-bibiশ্যামলবাংলা বিনোদন : শেরপুর জেলার কয়েকটি মনোরম ও ঐতিহাসিক স্থানে চিত্রায়িত হলো শেরপুরের বাস্তব কাহিনীর উপর নির্মিত সামাজিক অভিনয়ে গড়ে উঠা বাংলা ছায়াছবি চিনি বিবি। ১২ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ছবিটির দৃশ্য ধারনের কাজ চলে শেরপুরের বিভিন্ন জায়গায়।

Shamol Bangla Ads

তরুন পরিচালক নজরুল ইসলাম বাবুর পরিচালনায় ও ওয়াদুদ রঙিলার কাহিনী ও সংলাপ অবলম্বনে ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নবাগত জয় ও চিত্রনায়িকা মিষ্টি, পর্দা কাঁপানো চলচ্চিত্র অভিনেত্রী মমতাময়ী মা আনোয়ারা, আলীরাজ, খল অভিনেতা অমিত হাসান, আব্দুল­াহ সাকি, সাহবুদ্দিনসহ আরও অনেকে। ১৬ মার্চ শেরপুরের নকলা উপজেলার নারায়নখোলা বেড় শিমুল গাছের মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে ছবিটি দৃশ্য ধারন করা হয়। এ সময় তরুন চিত্রপরিচালক নজরুল ইসলাম বাবু বলেন, গ্রাম বাংলার কাহিনীকে রুপালী পর্দায় তুলে ধরতে আজীবন কাজ করে যাব। এ ছবির নায়ক নায়িকা নবাগত হলেও আমি আশাবাদী তারা এ ছবিটিতে সফলতা অর্জন করবেন। অভিনেতা আলীরাজ বলেন, প্রযোজনা প্রতিষ্ঠানকে প্রথমেই ধন্যবাদ জানাই তারা গ্রাম বাংলার ইতিহাসকে ধরে রাখতে এ ধরনের সামাজিক ছবি নির্মান করছেন। কাহিনীকার ওয়াদুদ রঙ্গিলা বলেন, পালা গানের বদলে সামাজিক পেক্ষাপটে চিনি বিবি পর্দায় উঠে এল। এ সময় সিনেমার হেড ক্যামেরাম্যান ও গ্রাফিক্স বিপ্লব কুমার দে বিদ্যুৎ, চিত্রনায়ক জয়, চিত্রনায়িকা মিষ্টি, অভিনেত্রী আনোয়ারা, অভিনেতা আলীরাজ, প্রনয় প্রডোকশন হাউজের কো-অর্ডিনেটর তারেক মুহম্মদ আব্দুল­াহ রানা, জাজ মাল্টিমিডিয়ার প্রতিনিধি শামিমুর রহমান শামিম, খল অভিনেতা আলীরাজ, অভিনেতা আব্দুল­াহ সাকি, শাহবুদ্দিন সহ পুরো ইউনিটে কর্মরত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!