শ্যামলবাংলা বিনোদন : শেরপুর জেলার কয়েকটি মনোরম ও ঐতিহাসিক স্থানে চিত্রায়িত হলো শেরপুরের বাস্তব কাহিনীর উপর নির্মিত সামাজিক অভিনয়ে গড়ে উঠা বাংলা ছায়াছবি চিনি বিবি। ১২ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ছবিটির দৃশ্য ধারনের কাজ চলে শেরপুরের বিভিন্ন জায়গায়।
তরুন পরিচালক নজরুল ইসলাম বাবুর পরিচালনায় ও ওয়াদুদ রঙিলার কাহিনী ও সংলাপ অবলম্বনে ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নবাগত জয় ও চিত্রনায়িকা মিষ্টি, পর্দা কাঁপানো চলচ্চিত্র অভিনেত্রী মমতাময়ী মা আনোয়ারা, আলীরাজ, খল অভিনেতা অমিত হাসান, আব্দুলাহ সাকি, সাহবুদ্দিনসহ আরও অনেকে। ১৬ মার্চ শেরপুরের নকলা উপজেলার নারায়নখোলা বেড় শিমুল গাছের মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে ছবিটি দৃশ্য ধারন করা হয়। এ সময় তরুন চিত্রপরিচালক নজরুল ইসলাম বাবু বলেন, গ্রাম বাংলার কাহিনীকে রুপালী পর্দায় তুলে ধরতে আজীবন কাজ করে যাব। এ ছবির নায়ক নায়িকা নবাগত হলেও আমি আশাবাদী তারা এ ছবিটিতে সফলতা অর্জন করবেন। অভিনেতা আলীরাজ বলেন, প্রযোজনা প্রতিষ্ঠানকে প্রথমেই ধন্যবাদ জানাই তারা গ্রাম বাংলার ইতিহাসকে ধরে রাখতে এ ধরনের সামাজিক ছবি নির্মান করছেন। কাহিনীকার ওয়াদুদ রঙ্গিলা বলেন, পালা গানের বদলে সামাজিক পেক্ষাপটে চিনি বিবি পর্দায় উঠে এল। এ সময় সিনেমার হেড ক্যামেরাম্যান ও গ্রাফিক্স বিপ্লব কুমার দে বিদ্যুৎ, চিত্রনায়ক জয়, চিত্রনায়িকা মিষ্টি, অভিনেত্রী আনোয়ারা, অভিনেতা আলীরাজ, প্রনয় প্রডোকশন হাউজের কো-অর্ডিনেটর তারেক মুহম্মদ আব্দুলাহ রানা, জাজ মাল্টিমিডিয়ার প্রতিনিধি শামিমুর রহমান শামিম, খল অভিনেতা আলীরাজ, অভিনেতা আব্দুলাহ সাকি, শাহবুদ্দিন সহ পুরো ইউনিটে কর্মরত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।