রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু চৌমুহনী বাস ষ্টেশনে শুক্রবার (২১ মার্চ) উপজেলা চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজলের দোয়াতকলম মার্কার পক্ষে শেষ নির্বাচনী সভায় মা রওশন সরওয়ার আলম চৌধুরী জনতার কাছে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন আমার বড় ছেলে সোহেল সরওয়ার কাজল, তার বাবা মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর আদর্শে অনুপ্রানিত। সে কোন অন্যায় কাজে অংশ নেয়নি। বিগত দিন গুলোতে জনগনের সেবক হয়ে এলাকার উন্নয়নে চেষ্টা করেছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমার ছেলের হয়ে আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ২৩ মার্চ নির্বাচনে আপনারা তাকে নির্বাচিত করলে রামুবাসীর কল্যাণে কাজ করতে আদেশ করবো। এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহেল সরওয়ার কাজল ছাড়াও ছোট বোন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীসহ জেলা ও উপজেলার সকল আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবি প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিকে রামুর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি স্থানে চেয়রাম্যান প্রার্থী কাজলের পক্ষে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরীসহ অন্যান্যরা।