আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। শুক্রবার বিকেলে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একটি বেসরকারি টিভিতে প্রচারিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে উলে¬খ করেন। তিনি বলেন, একটি কুচক্রীমহল সাংবাদিকদের ভুল তথ্য পরিবেশন করে ও ভুল বুঝিয়ে আমার জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করেছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ইলেকট্রনিক চ্যানেল ৭১’এ আমার (স্বপন) ছবি ঠিক রেখে টেকনিক্যাল মারপ্যাচে সম্পূর্ণ ভুলভাবে প্রচারিত বক্তব্য যা আমার নয়। আমি ওই বক্তব্য অস্বীকার করছি ও এর নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, গত ১২ মার্চ মঙ্গলবার কলারোয়া উপজেলার যুগিখালি বাজারে তার নির্বাচনী পথসভায় স্থানীয় সাংসদ এড. মুস্তফা লুৎফুল¬¬াহ বক্তব্য দেয়ার সময় তাকে এবং আমাকে (স্বপন) নেতৃবৃন্দকে হত্যার উদ্দ্যেশে উপর্যপূরী বোমা হামলা ও গুলি বর্ষন করে দূর্বৃত্তরা। এঘটনায় সমর্থক ও উপস্থিত সুধিমন্ডলী প্রাণ ভয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এমতাবস্থায় বিরাজমান পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমি (স্বপন) বক্তব্যে বলেছিলাম ‘যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কলারোয়া থেকে জঙ্গী ও সন্ত্রাসীদের নির্মূল করবো ইনশাল¬াহ।’ লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী জামায়াত নেতা সহিদুল ইসলাম মুকুলের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনেসহ রাষ্ট্রবিরোধী মামলা আছে। এরপরেও তিনি অবাধে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে পরিকল্পিত সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আ’লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন।
কলারোয়ার কেঁড়াগাছিতে হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে ২দিন ব্যাপী অনুষ্ঠান শুরু
কলারোয়ার কেঁড়াগাছিতে শুরু হলো ২দিন ব্যাপী ভাগবত আলোচনা ও পদাবলী কীর্তণ। কেঁড়াগাছিতে শ্রীশ্রী ব্র² হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ২দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন শুক্রবার সকালে মঙ্গল অধীবাসের মধ্যদিয়ে ভাগবত আলোচনা শুরু হয়। ভাগবত আলোচনায় অংশ নেন নারায়ন চন্দ্র গোস্বামী, নির্মল সরকার, বিশ্বমঙ্গল দেবনাথ, বিশ্বজিৎ ভট্টাচার্য, রাতুল কৃষ্ণদাস প্রমুখ। এর আগে বৃহষ্পতিবার রাত ৯টার দিকে জন্মভিটা আশ্রম প্রাঙ্গনে ২দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন। আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, সুনিল বাবু, সুকুমার রায়, মাস্টার নিরঞ্জণ পাল, সন্দীপ রায়, মুক্তিযোদ্ধা মোসলেম হাজরা, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান পলটু প্রমুখ। বিপুল উৎসাহ উদ্দীপনার এ আয়োজনে বাংলাদেশিদের পাশাপাশি পার্শ্ববর্তী ভারত থেকেও ভক্তবৃন্দ ও দর্শণার্থীরা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এলক্ষ্যে বিজিবি ও বিএসএফের বিশেষ অনুমতিতে আশ্রমভিটার বরাবর ভারতীয় ভক্তবৃন্দ বিশেষ পদ্ধতিতে সাময়িকের জন্য জন্মভিটার অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারছেন।
কলারোয়ায় এক ব্যক্তি আটক
কলারোয়ায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আটক আশরাফ গাজী (৬০) উপজেলার মানিকনগর গ্রামের মৃত এফাজতুল্যা গাজীর ছেলে। শুক্রবার গভীররাতে সে আটক হয়। থানা সূত্র জানাায়, উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়ির এসআই সাফুর আহম্মেদ সরসকাটি বাজার থেকে আশরাফ গাজীকে ৫৪ধারায় আটক করে। পরে তাকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।